প্রশ্ন
ছাগলের কত বছর বয়স হলে তা দ্বারা কুরবানি করা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ছাগলের ক্ষেত্রে এক বছর পূর্ণ হলে সেই ছাগল দ্বারা কুরবানি করা যাবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
قَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: لَا تَذْبَحُوا إِلّا مُسِنّةً، إِلّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ، فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضّأْنِ
‘রাসূলুল্লাহ (সা.) বলেন, তোমরা কুরবানিতে ‘মুছিন্না’ ছাড়া জবেহ করবে না। তবে সংকটের অবস্থায় ছ’মাস বয়সী ভেড়া-দুম্বা যবেহ করতে পারবে। (ছাগলের ক্ষেত্রে মুছিন্না বলা হয় এক বছর বয়সী ছাগলকে। -শরহুন নববী)।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৯৬৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7003/article-details.html