প্রশ্ন
আমি একটি বিষয় জানতে চাই, সব সময় দেখি, নামাজের আগে খুতবা দেওয়া হয়। ঈদের নামাজে পরে দেওয়া হয় কেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জুমার খুতবার ক্ষেত্রে নিয়ম হল নামাজের আগে খুতবা দেওয়া। কিন্তু ঈদের ক্ষেত্রে নীতি হল নামাজের পর খুতবা দেওয়া। রাসূল (সা.) এবং সাহাবায়ে কেরাম ঈদের নামাজের ক্ষেত্রে এভাবেই খুতবা দিয়েছেন। হাদিস শরিফে এসেছে-
عن جابر بن عبدالله قال شهدت مع رسول الله صلى الله عليه و سلم الصلاة يوم العيد فبدأ بالصلاة قبل الخطبة بغير أذان ولا إقامة
‘জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন: আমি রাসূল (সা.) এর সাথে ঈদের দিন নামাজ আদায় করেছি। তিনি খুতবার পূর্বে নামাজ আদায় করেন। কোন আযান কিংবা ইকামাত ছাড়াই।’ [সহিহ মুসলিম, হাদিস: ৮৮৫]
আরেক হাদিসে রয়েছে, ইবনে আব্বাস (রা.) ইবনে জুবাইর (রা.) এর কাছে সংবাদ পাঠিয়ে বলেন-
إنما الخطبة بعد الصلاة
ঈদের নামাজের খুতবা নামাজের পরে হবে। [সহিহ মুসলিম, হাদিস: ৮৮৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6442/article-details.html