প্রশ্ন
কেউ যদি কোন কারণে ঈদের দিন ফজরের পরপর কুরবানি করে ফেলে তাহলে কি তার কুরবানি আদায় হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানি ঈদের নামাজের পর করতে হয়। তাই কেউ যদি ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানি আদায় হবে না। হাদিস শরিফে এসেছে, বারা ইবনে আযীব (রা.) বলেন,
‘রাসূলুল্লাহ (সা.) আমাদের উদ্দেশে খুতবা দিলেন। তাতে বললেন, আমাদের এই দিবসে প্রথম কাজ নামায আদায় করা, এরপর কুরবানি করা। সুতরাং যে এভাবে করবে তার কাজ আমাদের তরীকা মতো হবে। আর যে আগেই যবেহ করেছে (তার কাজ তরীকা মতো হয়নি) অতএব তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোশত, (আল্লাহর জন্য উৎসর্গিত) কুরবানি নয়।’ [সহিহ বুখারি ২/৮৩২]
ফাতওয়ায়ে হিন্দিয়া ১/২১১; বাদায়েউস সানায়ে ১/৬২৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6995/article-details.html