প্রশ্ন
আমি বাজার থেকে ছাগল কিনে আনার পর দেখতে পাই, তা এক চোখে দেখতে পায় না। আমি জানতে চাই, এ ছাগলটি দ্বারা কি কুরবানি আদায় হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানির পশুর যদি দুই চোখ বা এক চোখ পুরোটা অন্ধ থাকে তাহলে তা দ্বারা কুরবানি সহিহ হবে না। হাদিস শীরফে এসেছে, বারা ইবনে আযিব (রা.) বলেন-
أَشَارَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بِيَدِهِ وَيَدِي أَقْصَرُ مِنْ يَدِهِ، فَقَالَ: أَرْبَعٌ لَا يضحى بِهِنّ الْعَوْرَاءُ الْبَيِّنُ عَورُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ، الْبَيِّنُ ظَلَعُهَا، وَالْعَجْفَاءُ الّتِي لَا تُنْقِي
‘রাসূলুল্লাহ (সা.) হাত দিয়ে ইশারা করেছেন -আমার হাত তাঁর হাত থেকে ছোট- তিনি ইশারা করে বলছিলেন, চার ধরনের পশু দ্বারা কুরবানি করা যায় না; যে পশুর চোখের দৃষ্টিহীনতা স্পষ্ট, যে পশু অতি রুগ্ন, যে পশু সম্পূর্ণ খোঁড়া এবং যে পশু এত শীর্ণ যে, তার হাড়ে মগজ নেই।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৯১৯; জামে তিরমিযি, হাদিস: ১৪৯৭]
ফাতাওয়া কাযীখান ৩/৩৫২, ফাতাওয়া আলমগীরী ২৯৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6990/article-details.html