প্রশ্ন
আমার এক আত্মীয় গত বছর তার নিজের নামে কুরবানি না দিয়ে পিতার নামে কুরবানি দিয়েছে। অথচ তার উপর কুরবানি ওয়াজিব ছিল। তার কি কুরবানি আদায় হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যার কাছে কুরবানির নেসাব পরিমাণ সম্পদ আছে তাকে কুরবানি দিতে হবে। কুরবানি না দিলে হাদিসে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। হাদিস শরিফে এসেছে-
من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا
‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩১২৩]
সুতরাং কুরবানি দেওয়া ওয়াজিব। আর ওয়াজিব কুরবানি নিজের নামেই দিতে হবে। পিতার নামে ওয়াজিব কুরবানি দিলে নিজের ওয়াজিব আদায় হবে না। বরং সেটা নফল কুরবানি হিসেবে গণ্য হবে।
অবশ্য কেউ যদি নিজের নামে ওয়াজিব কুরবানি দিয়ে পিতাকে সওয়াব পৌঁছায় তাহলে নিজের কুরবানি হয়ে গেছে বলে ধর্তব্য হবে।
রদ্দুল মুহতার ৬/৩৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5922/article-details.html