প্রশ্ন
আমার একটি প্রিন্টিং প্রেস আছে। অনেক সময় এমন হয় যে, কেউ বই, ডায়েরি ইত্যাদি ছাপাতে এলে আমি যে দাম বলি তারা তারচেয়ে কম বলে থাকে। এতে তাদের বলা দামেই চুক্তি করে থাকি। কিন্তু যে কাগজ দেওয়ার চুক্তি হয় তা না দিয়ে কিছুটা নিম্নমানের কাগজ দেই। কারণ তাদের দামে চুক্তিতে উল্লেখিত কাগজ দেওয়া সম্ভব হয় না। এখন আমার প্রশ্ন হলো, আমার এভাবে ব্যবসা করাটা কি বৈধ হচ্ছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চুক্তির সময় যে ধরনের কাগজ দেওয়ার কথা বলা হয়েছে, সে ধরনের কাগজই ক্রেতাকে বুঝিয়ে দিতে হবে। এরচেয়ে নিম্নমানের কাগজ দিলে তা বৈধ হবে না। কারণ তা ধোঁকার শামিল। আর হাদিসে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে।
হাদিস শরিফে এসেছে,
من غشنا فليس منا
‘যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়’ [সহিহ মুসলিম, হাদিস: ১০১]
আরেক হাদিসে এসেছে,
‘রাসূল (সা.) বলেন, যদি ক্রেতা এবং বিক্রেতা সত্য বলে এবং সবকিছু স্পষ্ট করে (লেনদেন করে) তাহলে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত হবে। আর যদি গোপন রেখে (লেনদেন করে) এবং মিথ্যা বলে তাহলে এতে তাদের ব্যবসায় বরকত থাকবে না।’ [সহিহ বুখারি, হাদিস:২১১৪]
সুতরাং ক্রেতার সাথে যে মানের পণ্য দেওয়ার চুক্তি হয়েছে সে মানের পণ্য দেওয়াই আবশ্যক। ক্রেতা কম মূল্য দিতে চাইলে তাকে স্পষ্ট জানিয়ে দিতে হবে যে, এইদামে এই মানের পণ্য দেওয়া সম্ভব নয়।
সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২১৩৯; সুনানে কুবরা, বায়হাকী ৫/২৬৬; আলমওসূআতুল ফিকহিয়্যাহ কুয়াইতিয়্যাহ ১৯/৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5164/article-details.html