প্রশ্ন
সমাজতন্ত্র মতবাদ কে প্রতিষ্ঠা করে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উনবিংশ শতকের প্রথমার্ধে শিল্পপতিরা যখন শ্রমিকদের রক্ত চুষে খাচ্ছিল ঠিক সেই মুহূর্তে হেনরি ডিসেইন্ট সাইমন, রবার্ট ওয়েন এবং চার্লস ফুরিয়ার মত কয়েকজন দার্শনিকের আবির্ভাব ঘটে। এরা সমাজকে নতুনরূপে ঢেলে সাজানোর জন্য নিজেদের মত করে সমাজতন্ত্রের একটি মডেল পেশ করে।
এরপর ১৮৪৮ সালে কার্ল মার্কস তার শিষ্য ফ্রেডরিক এঙ্গেলসকে নিয়ে সমাজতন্ত্র বিষয়ে একটি বই লিখেন। এতে পূর্বের সমাজতন্ত্রের সকল মতকে খণ্ডন করে সমাজতন্ত্র বিষয়ে নিজের একটি বৈপ্লবিক মত পেশ করেন। একারণে তাকে বৈপ্লবিক সমাজতন্ত্রের জনক বলা হয়।
আলআকিদাতুল ইসলামিয়্যা ওয়াল ফিরাকুল বাতিলাহ, পৃ. ৬১৩; উইকিপিডিয়া
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4558/article-details.html