প্রশ্ন
আমরা যখন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ভ্রমণ করি তখন দেখি তাদের দেশ কী পরিষ্কার-পরিচ্ছন্ন। কিন্তু মুসলিম দেশগুলোতে তেমন একটা দেখা যায় না। আসলে ইসলামে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব কতটুকু?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলাম হলো স্বভাবধর্ম। এ ধর্মের পবিত্রতা অর্জনকে খুবই গুরুত্বের সাথে দেখা হয়েছে। তাই তো আমরা দেখি কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন,
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
‘নিশ্চয় আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ [সূরা বাকারা, আয়াত: ২২২]
হাদিস শরিফে রাসূল (সা.) বলেন,
الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ
‘পবিত্রতা ঈমানের অঙ্গ।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৫৬]
এমনকি কেউ যখন ঘুম থেকে উঠে তখনও ইসলাম বলে, কেউ যেন হাত ধোয়ার পূর্বে কোনো পাত্রে হাত প্রবেশ না করায়।
ইরশাদ হচ্ছে-
‘তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠবে তখন দুইবার বা তিনবার হাত ধোয়ার পূর্বে কোনো পাত্রের মধ্যে যেন হাত প্রবেশ না করায়।’ [সুনানে তিরমিযি, হাদিস:২৪]
এ পবিত্রতা অর্জনের লক্ষ্যেই ইসলাম নামাজ পড়ার পূর্বে অজু করার আদেশ দেয়। কিন্তু দুখজনক বাস্তবতা হলো, আজ আমরা ইসলামের এ সব শিক্ষা থেকে দূরে সরে গিয়েছি। ফলে আমাদের আচার-ব্যবহারের কারণে মানুষ ইসলামের ব্যাপারেই সন্দিহান হয়ে পড়ছে। আমরা যদি নিজেরা ঠিক হয়ে যাই তাহলে মানুষ আর এ ধরনের ধারণা করার সুযোগ পাবে না। আল্লাহ তাআলাই তাওফিকদাতা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3665/article-details.html