প্রশ্ন
আমি একজন মুসলিম। কালেমা পড়লে মুসলমান হয় -এটা জানি। কিন্তু ইসলাম মানে কি তা জানি না। তাই ইসলাম ও মুসলিম মানে কী একটু বুঝিয়ে বলবেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলাম শব্দটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, অনুগত হওয়া।
পরিভাষায় ইসলাম বলা হয় আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়া এবং মুহাম্মাদ (সা.)-কে নবী হিসেবে মেনে নেওয়া এবং রাসূল (সা.) এর আনীত শরীয়তকে দ্বীন হিসেবে মেনে নেওয়া।
হাদিস শরিফে এসেছে,
হযরত উমর বিন খাত্তাব (রা.) বলেন, ‘একদিন আমরা রাসূলুল্লাহ (সা.) -এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময় সাদা ধবধবে কাপড় ও মিশমিশে কালো কেশধারী একজন লোক আমাদের নিকট হাজির হলেন। তাঁর মধ্যে (আগন্তুকের ন্যায়) ভ্রমণের কোনো চিহ্নও দেখা যাচ্ছিল না। অথচ আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারলো না। স্থানীয় হলে আমরা তাকে নিশ্চয়ই চিনতাম। তিনি নবী করীম (সা.) -এর নিকটে এসে বসলেন। অতপর হুজুরের দু’জানুর সাথে নিজের দু’জানু মিশিয়ে এবং নিজের দু’হাত তাঁর দুই উরুর উপর রেখে বললেন; ‘হে মোহাম্মদ! আমাকে বলুন ইসলাম সম্বন্ধে, (ইসলাম কী?) রাসূল (সা.) উত্তরে বললেন; ‘আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ (সা.) তাঁর রাসূল -এ ঘোষণা করবে, নামাজ কায়েম করবে, যাকাত দেবে, রমজানের রোজা রাখবে এবং বায়তুল্লাহর হজ্জ্ব করবে- যদি তুমি সেখানে পৌঁছতে সমর্থ হও, এটাই হলো ইসলাম’। তিনি বললেন; ‘ঠিক বলেছেন’। তাঁর প্রশ্নোত্তরে আমরা আশ্চর্য বোধ করলাম। (অজ্ঞলোকের ন্যায়) প্রশ্নও করেছেন আবার (বিজ্ঞের ন্যায়) তার সমর্থনও করছেন। [সহিহ মুসলিম, হাদিস: ৮]
আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিবে এবং মুহাম্মাদ (সা.)-কে তার রাসূল হিসেবে মেনে, তার আনীত শরীয়তকে দ্বীন হিসেবে মেনে নিবে সেই হলো মুসলিম।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/3415/article-details.html