প্রশ্ন
শুনেছি, বছরের কোনো কোনো দিন রোজা রাখা যায় না। জানতে চাই, সেই দিনগুলো কী কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে যেসব দিনে রোজা রাখা নিষিদ্ধ সেগুলো হচ্ছে –
১। ঈদুল ফিতরের দিন
২। ঈদুল আযহার দিন
৩। ঈদুল আযহার পরের তিন দিন।
এ সব দিনে নফল, সুন্নত, কাযা, মান্নত- সব ধরনের রোজা রাখাই নিষিদ্ধ।
সুনানে আবু দাউদ, হাদিস: ২৪১৯; মাযমাউল আনহুর ১/৩৪৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=3201&preview=true