প্রশ্ন
ঠোঁটের নিচে এবং গলার নিচে যে পশমগুলো উঠে সেগুলো ছোট করা কেটে ফেলা জায়েয আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ঠোঁটের নিচে যেসব পশম গজায় সেগুলোকে নিমদাড়ি বলে। তা মুণ্ডিয়ে বা উপড়ে ফেলা নিষেধ। একাধিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল (সা.) নিমদাড়ি রাখতেন। হযরত হারীয ইবনে উসমান (রাহ.) হতে বর্ণিত,
أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ صَاحِبَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَرَأَيْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ شَيْخًا؟ قَالَ: كَانَ فِي عَنْفَقَتِهِ شَعَرَاتٌ بِيضٌ.
তিনি সাহাবী আবদুল্লাহ ইবনে বুসরকে জিজ্ঞেস করলেন, আপনি নবী (সা.)-কে কি বৃদ্ধ দেখেছেন?
তিনি বললেন, নবী (সা.)-এর নিমদাড়িতে কয়েকটি চুল সাদা ছিল। (সহিহ বুখারি, হাদিস: ৩৫৪৬)
অবশ্য গলার নিচে যেসব পশম গজায় তা প্রয়োজনে কাটা যাবে। এতে কোনো সমস্যা নেই।
-শরহু মুসলিম, নববী ৩/১৪৯; আলইয়ানাবী‘ ২/৪২৪; ফায়যুল বারী ৪/৩৮০; রদ্দুল মুহতার ৬/৪০৭; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26500/article-details.html