প্রশ্ন
আমার তিন ভরি স্বর্ণের অলংকার আছে। সাথে পঞ্চাশ হাজার টাকাও আছে। প্রতি বছর রমযান মাসে আমি এগুলোর যাকাত আদায় করে থাকি। এই বছর রমযানের দুই মাস আগে আমার স্বামী আমাকে আমার মহরের পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেন।
উক্ত পঞ্চাশ হাজারের তো যাকাতবর্ষ পূর্ণ হয়নি। এখন এ বছর কি এই টাকার যাকাত আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, এ বছরের যাকাত আদায়ের সময় মহর বাবদ প্রাপ্ত উক্ত পঞ্চাশ হাজার টাকারও যাকাত আদায় করতে হবে। কেননা, যাকাতবর্ষ পূর্ণ হওয়ার আগে যাকাতযোগ্য সম্পদ প্রাপ্ত হলে তা বর্তমান নেসাবের সাথে যোগ হয়ে যায়। এর ওপর আলাদাভাবে একটি যাকাতর্ষ পূর্ণ হওয়া জরুরি নয়; পূর্বের যাকাতযোগ্য সম্পদের সাথে মিলে এরও যাকাত আদায় করতে হয়।
হাসান বসরী (রাহ.) বলেন-
إِذَا كَانَ عِنْدَكَ مَالٌ تُرِيدُ أَنْ تُزَكِّيَه وَبَيْنَكَ وَبَيْنَ الْحَوْلِ شَهْرٌ أَوْ شَهْرَانِ، ثُمَّ أَفَدْتَ مَالًا فَزَكِّهِ مَعَهُ، زَكِّهِمَا جَمِيعًا.
তোমার কাছে যদি (নেসাব পরিমাণ) যাকাতের সম্পদ থাকে এবং বর্ষ পূর্ণ হওয়ার এক-দুই মাস আগেও তুমি আরো কোনো যাকাতযোগ্য সম্পদ লাভ কর, তাহলে পূর্বের সম্পদের সাথে এ সম্পদেরও যাকাত আদায় করবে। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৭০৪০)
-আদ্দুররুল মুখতার ২/৩০৬; আলবাহরুর রায়েক ২/২০৭-২০৮; বাদায়েউস সানায়ে ২/৯০; কিতাবুল আছল ২/৮৯; আলমুহীতুর রাযাবী ১/৫১২, ৫১৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26108&preview=true