প্রশ্ন
আমি ইশরাক নামায পড়তে অভ্যস্ত। আমি কি ঈদের দিন সকালে ঈদের নামাযের আগে ইশরাকের নামায পড়তে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের নামাযের আগে কোন নফল নামায নেই। এ সময় নফল পড়া মাকরূহ। নারী পুরুষ সকলের জন্য উক্ত বিধান। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَا يُصَلِّي قَبْلَ الْعِيدِ شَيْئًا، فَإِذَا رَجَعَ إِلَى مَنْزِلِهِ صَلَّى رَكْعَتَيْنِ
‘আবু সাঈদ আল-খুদরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের আগে কোন নামায আদায় করতে না। তবে তিনি তাঁর বাড়িতে ফিরে আসার পর দু রাকআত নামায আদায় করতেন।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১২৯৩]
কাজেই আপনি ঈদের নামাযের আগে ইশরাকের নামায পড়তে পারবেন না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25739/article-details.html