প্রশ্ন
আমি প্রতি বছর রমযানে যাকাত দিয়ে থাকি। এই বছর রমযানের আগে আমার স্বামী আমার মোহরের ১ লক্ষ টাকা প্রদান করেছেন। জানতে চাচ্ছি, এই টাকাও কি যাকাতের হিসেবে যুক্ত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকাতের ক্ষেত্রে নিয়ম হল নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর বছরের মাঝখানে যত সম্পদই আসুক না কেন তার জন্য নতুন করে বছর সাব্যস্ত হবে না। বরং পূর্বের বছরের সাথে যুক্ত হয়ে নতুন সম্পদেরও যাকাত আদায় করতে হবে।
বিশিষ্ট তাবেয়ি হাসান বসরী (রহ.) বলেন:
عن الحسن قال : إذا كان عندك مال تريد أن تزكيه وبينك وبين الحول شهر أو شهران ثم أفدت مالا فزكه معه، زكهما جميعا
‘তোমার কাছে যদি যাকাতযোগ্য কোন সম্পদ থাকে আর বছর পূর্ণ হতে এক দুই মাস বাকি থাকতেই নতুন সম্পদ আসে তাহলে পুরো সম্পদের একসাথে যাকাত আদায় করে দিবে।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭১৪০]
কাজেই আপনাকে উক্ত ১ লক্ষ টাকারও যাকাত দিতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25516/article-details.html