প্রশ্ন
নফল নামায পড়া অবস্থায় কোনো নারীর যদি হায়েয শুরু হয় তাহলে পরবর্তীতে তার কাযা করতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফরয নামায পড়া অবস্থায় হায়েয আসলে উক্ত নামাযের আর কাযা করতে হয় না। ইবরাহীম নাখায়ী (রহ.) বলেন-
إِذَا حَاضَتِ الْمَرْأَةُ فِي وَقْتِ صَلَاةٍ، فَلَيْسَ عَلَيْهَا أَنْ تَقْضِيَ تِلْكَ الصَّلَاةَ.
‘যে ওয়াক্তে নারীর মাসিক শুরু হয় উক্ত নামায কাযা করা তার উপর জরুরি নয়।’ [কিতাবুল আছার, হাদিস: ৫১]
তবে নফল নামাযের বিষয়টি ভিন্ন। নফল নামাযের ক্ষেত্রে পবিত্র হওয়ার পর তা কাযা করে নিতে হবে।
রদ্দুল মুহতার ১/২৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25492/article-details.html