প্রশ্ন
কেউ যদি আইয়ামে তাশরীকে পূর্বের কাযা নামায আদায় করে তাহলে তাকবীর পাঠ করতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আইয়ামে তাশরীকে প্রত্যেক ফরজ নামাযের পর একবার তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব। হাদিস শরিফে এসেছে,
عن عبد اللَّه أنه كان يكبر أيام التشريق: اللَّه أكبر، اللَّه أكبر، لا إله إلا اللَّه، واللَّه أكبر، (اللَّه أكبر) وللَّه الحمد
আব্দুল্লাহ ইবনে উমর (রা.) আইয়ামে তাশরীকে পাঠ করতেন, للَّه أكبر، اللَّه أكبر، لا إله إلا اللَّه، واللَّه أكبر، (اللَّه أكبر) وللَّه الحمد [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৫৭৬৯]
তাকবীরে তাশরীকের আমল নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট নামাজের সাথে সম্পৃক্ত। তাই পূর্বের নামায কাযা করলে তার পর তাকবীরে তাশরীক পড়তে হবে না।
তাবয়ীনুল হাকায়েক ১/৫৪৫; আলমুহীতুল বুরহানী ২/৫১২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24875/article-details.html