প্রশ্ন
ভালোবাসা প্রকাশার্থে স্বামী তার হাতে মেহেদি দিয়ে স্ত্রীর নাম লিখতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পুরুষদের জন্য হাতে পায়ে মেহেদি ব্যবহার করা বৈধ নয়, চাই তা বিয়ের সময় হোক বা অন্য যেকোনো সময়। কারণ এটি এক ধরনের রং। আর রাসূল (সা.) পুরুষদের জন্য রং ব্যবহার করতে নিষেধ করেছেন।
হাদিস শরিফে এসেছে,
عن أبي هريرة قال قال رسول الله ﷺ طيب الرجال ما ظهر ريحه وخفي لونه وطيب النساء ما ظهر لونه وخفي ريحه
‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, পুরুষের সুগন্ধি এমন হবে যার সুগন্ধ প্রকাশ পায় কিন্তু রং গোপন থাকে এবং নারীর সুগন্ধি এমন হবে যার রং প্রকাশ পায় কিন্তু সুগন্ধ গোপন থাকে।’ [সুনানে তিরমিযী,হাদিস:২৭৮৭]
বৈধভাবে ভালোবাস প্রকাশের অনেক মাধ্যম রয়েছে। কাজেই অবৈধ উপায়ে ভালোবাসা প্রকাশ করা স্বামীর জন্য বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23694/article-details.html