প্রশ্ন
বিভিন্ন স্কুলের দেওয়ালে লেখা থাকে, হাদিসে এসেছে, জ্ঞানীদের কলমের কালি শহীদদের রক্তের চেয়েও দামি। জানতে চাচ্ছি, এটা কি হাদিস?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, উক্ত বাক্যটি কোনো হাদিস নয়। বড় বড় মুহাদ্দিসগণ উক্ত বক্তব্যকে জাল বলেছেন। মোল্লা আলী কারী (রহ.) বলেন,
‘কেউ কেউ বলেন, এর কোন ভিত্তি নেই, অথবা এটি জাল।’ [আলআসরারুল মারফুআ, বর্ণনা নং-৩০৩]
আল্লামা ইবনুল জাওযী (রহ.) বলেন,
এটি হাদীস নয়।’ [আলইলালুল মুতানাহিয়া ১/৮০]
কাজেই এটাকে হাদিস বলে চালিয়ে দেওয়া জায়েয হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/23291/article-details.html