প্রশ্ন
পরীক্ষা চলাকালে আমি যদি কাউকে প্রশ্নের উত্তর বলে দেই কিংবা দেখাই তাহলে কি এতে কোনো গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পরীক্ষা চলাকালে কাউকে প্রশ্নের উত্তর বলে দেওয়া কিংবা তাকে দেখানো উভয়ই হারাম। কারণ এতে আমানতের খিয়ানত হচ্ছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
‘মুসলিমরা নিজেদের শর্তসমূহ পালন করতে বাধ্য।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৯৪]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘মুনাফিকের নিদর্শন তিনটি। কথা বলার সময় মিথ্যা কথা বলা বলে। ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৩]
কাজেই পরীক্ষা চলাকালে কাউকে প্রশ্নের উত্তর বলে দিলে কিংবা দেখালে গুনাহ হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22604/article-details.html