প্রশ্ন
জনৈক ব্যক্তি মারা গেলে তার ছেলে বিদেশ থেকে আসতে দেরি হওয়ায় তাকে ফ্রিজিং করে রাখা হয়। ৪ দিন পর লাশ বের করে গোসল দেওয়া হয়। কিন্তু তা জমে যাওয়ার কারণে বসানো যায়নি এবং নড়াচড়া করানো যায়নি। জানতে চাচ্ছি, তার গোসল আদায় হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব গোসল ও কাফন-দাফনের ব্যবস্থা করা জরুরি। হাদিস শরিফে এসব কাজ খুব তাড়াতাড়ি করার নির্দেশ রয়েছে। আত্মীয়-স্বজনের অপেক্ষায় গোসল ও কাফন-দাফনে বিলম্ব করার অবকাশ নেই।
তবে নিকটতম আত্মীয়-স্বজনের জন্য সামান্য সময় দেরি করতে আপত্তি নেই।
হাদিস শরিফে এসেছে,
তালহা ইবনে বারা (রা.) অসুস্থ হলে রাসূলুল্লাহ (সা.) তাঁকে দেখতে গেলেন। অতঃপর বললেন, ‘আমি তালহার মধ্যে মৃত্যুর আলামত দেখতে পাচ্ছি। অতএব (সে মারা গেলে) এ সম্পর্কে আমাকে অবহিত করবে। আর তোমরা দ্রুত কাফন-দাফনের ব্যবস্থা করবে। কেননা কোনো মুসলমানের মৃতদেহকে পরিবারস্থ লোকদের মাঝে আটকে রাখা উচিত নয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস : ৩১৫৯]
কাজেই তার ছেলের জন্য এভাবে বিলম্ব করা উচিৎ হয়নি। তবে এভাবে গোসল দেওয়ার দ্বারা গোসল আদায় হয়ে গিয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22408/article-details.html