প্রশ্ন
আমি আমার স্বামীর মোবাইল তার অনুমতি ছাড়া ধরতে পারব কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলাম প্রত্যেক ব্যক্তির প্রাইভেসি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যে কারণে কারো ব্যক্তিগত তথ্য তার অনুমতি ছাড়া ঘাটাঘাটি করার অনুমতি ইসলাম দেয়নি। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا
‘হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোন কোন অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না।’ [সূরা হুজুরাত, আয়াত: ১২]
সহিহ বুখারিতে একটি অধ্যায় রয়েছে। যার শিরোনাম হল,
(যদি কোন লোক দূরে থাকে অথবা পরিবার থেকে অনেকদিন অনুপস্থিত থাকে, তাহলে বাড়ি আসার পর সঙ্গে সঙ্গেই রাতে ঘরে প্রবেশ করা উচিত নয়, যাতে করে সে এমন কিছু পায় যা তাকে আপন পরিবার সম্পর্কে সন্দিহান করে তোলে, অথবা তাদের কোন ত্রুটি আবিষ্কার করে।)
হাদিস শরিফে এসেছে,
‘জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে এসে রাতে ঘরে প্রবেশ করা অপছন্দ করতেন। [সহিহ বুখারি, হাদিস: ৫২৪৩]
কাজেই কোনো স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া তার মোবাইল ধরতে পারবে না।
তবে স্বামীর যদি অনুমতি থাকে তাহলে স্ত্রী তা ধরতে পারবে। এক্ষেত্রে উত্তম হল, একজন অপরজনকে মোবাইল ধরার অনুমতি দিয়ে রাখা। এতে একজন অপরজনের প্রতি সন্দেহ করা থেকে বেঁচে থাকতে পারবে। সম্পর্কে কোনোরূপ ফাঁটলের সৃষ্টি হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22367/article-details.html