প্রশ্ন
শয়তান আদম (আ.)-কে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কি ময়ূরের সাহায্যে জান্নাতে প্রবেশ করেছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন হাদিস থেকে শুধু এতটুকু জানা যায় যে, শয়তান আদম (আ.) ও হাওয়া (রা.)-কে ওয়াসওয়াসা দিয়েছিল। কিন্তু কিভাবে ওয়াসওয়াসা দিয়েছিল তার কোনো বর্ণনা কুরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। তবে কিছু ইসরাইলী রেওয়ায়েতে এ জাতীয় ঘটনার কিছু বিবরণ পাওয়া যায়। সেগুলো প্রতিটিই কল্পকাহিনী। ফখরুদ্দিন রাযী (রহ.) বলেন,
‘এ জাতীয় ঘটনার প্রতি দৃষ্টিপাত করা যাবে না।’ [তাফসীরে কাবীর ৩/১৫]
তাছাড়া শয়তান ইচ্ছা করলে নিজেই ময়ূরের আকৃতি ধরে জান্নাতে প্রবেশ করতে পারত। ময়ূরের সাহায্য নেওয়ার প্রয়োজন পরত না।
কাজেই এ জাতীয় ভিত্তিহীন ঘটনা বর্ণনা করা বৈধ নয়।
আল ইসরাইলিয়্যাত ওয়াল মাওজুআত পৃ. ১৭৮-১৮০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20945/article-details.html