প্রশ্ন
সর্বপ্রথম আল্লাহ তাআলা কী সৃষ্টি করেছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ তাআলা সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন তা নিয়ে উলামায়ে কেরামের মাঝে মতভেদ রয়েছে। একদল আলেমের বক্তব্য হল, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। তাদের দলিল হল, রাসূল (সা.) বলেছেন,
إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ، فَقَالَ لَهُ: اكْتُبْ قَالَ: رَبِّ وَمَاذَا أَكْتُبُ؟ قَالَ: اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ
‘মহান আল্লাহ সর্বপ্রথম কলম তৈরী করেন। এরপর তিনি কলমকে বলেন, লিখ। কলম বলে, হে আমার প্রতিপালক, আমি কী লিখব? তখন আল্লাহ বলেন, তুমি কিয়ামত পর্যন্ত সৃষ্ট সমস্ত জীবের তাকদীর লিখ।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৭০০]
আরেকদল আলেমের বক্তব্য হল, আল্লাহ তাআলা সর্বপ্রথম তাঁর আরশ সৃষ্টি করেছেন। তাদের দলিল হল, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
كَانَ اللهُ وَلَمْ يَكُنْ شَيْءٌ غَيْرُهُ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَيْءٍ وَخَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ
‘একমাত্র আল্লাহই ছিলেন, আর তিনি ছাড়া আর কোন কিছুই ছিল না। তাঁর আরশ ছিল পানির উপরে। অতঃপর তিনি লাওহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ করলেন এবং আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৩১৯১]
আরেকদল আলেমের বক্তব্য হল, আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন। তাদের দলিল উপরের হাদিসটি। সেখানে বলা হয়েছে যে, আল্লাহর আরশ ছিল পানির উপরে।
প্রত্যেকটি অভিমতই বড় বড় উলামায়ে কেরামগণ গ্রহণ করেছেন। কাজেই তিনটির যেকোনোটি হতে পারে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20550/article-details.html