প্রশ্ন
আমি শুনেছি, যমযমের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। কিন্তু আমার বন্ধু বলল, যমযমের পানিও দাঁড়িয়ে পান করা নিষেধ। রাসূল (সা.) হয়ত কোন ওজরের কারণে দাঁড়িয়ে পান করেছেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যমযমের পানি বসে-দাঁড়িয়ে উভয়ভাবে পান করা জায়েয আছে। কোন কোন আলেম দাঁড়িয়ে পান করাকেই উত্তম বলেছেন। কারণ রাসূল (সা.) যমযমের পানি দঁড়িয়ে পান করেছেন। হাদিস শরিফে এসেছে-
عن بن عباس أن رسول الله صلى الله عليه و سلم شرب من ماء زمزم وهو قائم
ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূল (সা.) যমযমের পানি দাঁড়িয়ে পান করেছেন। [সুনানে নাসায়ি, হাদিস: ২৯৬৪]
আলমুহীতুল বুরহানী ১/১৭৯, শরহুল মুনইয়াহ ৩৬, শরহুশ শামায়েল ১/২৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19542&preview=true