প্রশ্ন
আমি নতুন বিবাহ করেছি। আমি জানতে চাচ্ছি, স্বামী স্ত্রী একসাথে গোসল করতে কোন সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী-স্ত্রী একসাথে গোসল করতে কোন সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে-
أن رسول الله صلى الله عليه و سلم اغتسل هو وميمونة من إناء واحد في قصعة فيها أثر العجين
রাসূল (সা.) এবং মাইমুনা (রা.) একই পাত্র থেকে গোসল করেছেন, তাতে খামিরের মিশ্রণ ছিল। [সুনানে নাসায়ি, হাদিস: ২৪০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19296&preview=true