প্রশ্ন
শুনেছি, নামাজ অবস্থায় নারীদের মুখ খোলা রাখতে হবে। জানতে চাচ্ছি, বিশেষ অবস্থায় মসজিদে গিয়ে নামাজ পড়তে হলে পর্দা রক্ষার্থে নারীরা নামাজে মুখ ঢাকতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, সাধারণ অবস্থায় মুখ ঢেকে নামাজ পড়া মাকরূহ। কারণ, হাদিস শরিফে নামাজরত অবস্থায় মুখ ঢাকার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ السَّدْلِ فِي الصَّلَاةِ وَأَنْ يُغَطِّيَ الرَّجُلُ فَاهُ
‘আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত। রাসূল (সা.) নামাজের সময় কাপড় উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দিতে ও মুখ ঢেকে রাখতে নিষেধ করেছেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৬৪৩]
তবে পর্দার খেলাফ হওয়ার আশংকা থাকলে মুখ ঢেকেই নামাজ পড়বে। মুখ খোলা রাখবে না। কারণ ওজরবশত মুখ ঢেকে রাখার অনুমতি শরিয়তে রয়েছে।
আওজাযুল মাসালিক ৩/১১৬; ফাতওয়ায়ে শামী ১/৪০৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://drkhalilurrahman.com/18799/article-details.html