প্রশ্ন
আমার বন্ধুর পিতা-মাতা শরিয়তের বিধান মানে না। শরিয়তের বিধান মানতে বললে তারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। জানতে চাচ্ছি, আমার বন্ধু কি এক্ষেত্রে পিতা-মাতার সাথে খারাপ ও কঠোর আচরণ করতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পিতা মাতা যদি অমুসলিমও হয় তাহলেও তাদের সাথে খারাপ আচরণ করা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। সেখানে তারা শরিয়ত বিরোধী কাজে লিপ্ত থাকলেও কোনো অবস্থাতেই তাদের সাথে খারাপ ও কঠোর আচরণ করা কোনো সন্তানের জন্য বৈধ হবে না। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা-মাতার সাথে সদাচরণ করতে। তবে যদি তারা তোমার উপর প্রচেষ্টা চালায় আমার সাথে এমন কিছুকে শরীক করতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না।’ [সূরা আনকাবুত, আয়াত: ৮]
হাদিস শরিফে এসেছে,
‘আসমা বিনতে আবু বকর (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.)-এর যুগে আমার আম্মা মুশরিক অবস্থায় আমার নিকট এলেন। আমি রাসূল (সা.)-এর নিকট ফাতওয়া চেয়ে বললাম, তিনি আমার প্রতি খুবই আকৃষ্ট, এমতাবস্থায় আমি কি তার সঙ্গে সদাচরণ করব? তিনি বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ কর।’ [সহিহ বুখারি, হাদিস: ২৬২০]
সুতরাং আপনার বন্ধু তার পিতা-মাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না। বরং নরম ভাষায় তাদেরকে বুঝাতে হবে এবং তাদেরকে দ্বীনের পথে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14817/article-details.html