প্রশ্ন
আমি যদি কুরবানীর গোশত সাধারণ গরিব ব্যক্তিদেরকে না দিয়ে আমার আত্মীয় স্বজনদের মাঝে যারা গরিব তাদেরকে দান করি তাহলে কি দ্বিগুণ সওয়াব হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, গরিব আত্মীয় স্বজনদেরকে দান করলে দ্বিগুণ সওয়াব পাবেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
الصَّدَقَةُ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ وَعَلَى ذِي الْقَرَابَةِ اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ
‘(অনাত্মীয়) গরীব-মিসকীনকে দান করলে তা দানই। আর আত্মীয়-স্বজনকে দান করলে দ্বিগুণ হয়, দানের সওয়াব এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৪৪]
সুতরাং আপনি কুরবানীর গোশত গরিব আত্মীয় স্বজনদেরকে দান করতে পারেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10578/article-details.html