প্রশ্ন
আকীকার গোশত কী করবে? সব নিজে খাবে, নাকি অন্যকে দান করে দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আকীকার গোশতের হুকুম কুরবানির গোশতের হুকুমের মতই। অর্থাৎ, আপনি ইচ্ছা করলে সম্পূর্ণটা নিজে রেখে দিতে পারবেন। ইচ্ছা করলে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদেরকে হাদিয়া দিতে পারবেন। ইচ্ছা করলে গরিবদেরকে দানও করে দিতে পারবেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
‘(কুরবানির গোশত) তোমরা খাও, জমা করে রাখো এবং (গরীব-অসহায়দেরও) দান করো।’ [সহিহ মুসলিম হাদিস: ১৯৭১]
আরেক হাদিসে এসেছে, আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
تُجْعَلُ جُدُولاً، فَيُطْبَخُ، فَيَأْكُلُ وَيُطْعِمُ
‘আকীকার গোশত টুকরো টুকরো করে কেটে নিজে খাবে এবং অন্যকেও খাওয়াবে।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদিস: ২৪৭৪৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10551/article-details.html