প্রশ্ন
আমার একটি কসমেটিকস-এর দোকান রয়েছে। সেখানে বিভিন্ন ধরণের পারফিউম বিক্রি করে থাকি। বর্তমানে তো পারফিউমে অ্যালকোহল থাকে। জানতে চাচ্ছি, এ সকল পারফিউম বিক্রি করা কি আমার জন্য বৈধ হচ্ছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে আঙ্গুর, খেজুর ও কিসমিস থেকে প্রস্তুতকৃত অ্যালকোহল ব্যবহার ও ক্রয় বিক্রয় করা বৈধ নয়। এছাড়া যে অ্যালকোহল বিভিন্ন কেমিক্যাল থেকে উৎপন্ন হয় তা নেশা সৃষ্টি করে না- এ পরিমাণ ব্যবহার বা ক্রয় বিক্রয় করা বৈধ। ফুকাহায়ে কেরামগণ এমনটিই বলেছেন।
বর্তমানে পারফিউমে যে অ্যালকোহল ব্যবহার করা হয় তার পরিমাণ একেবারেই অল্প এবং তা তৈরি হয় বিভিন্ন কেমিক্যাল থেকে। তাই এ জাতীয় পারফিউম ব্যবহার ও ক্রয় বিক্রয় বৈধ।
সুতরাং আপনার জন্য পারফিউম বিক্রয় করা বৈধ হচ্ছে।
তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৩৪৮-৩/৩৩৭; ফিকহুল বুয়ূ ১/২৯৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10485/article-details.html