প্রশ্ন
আমাদের দেশে অনেক সময় দেখা যায়, দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান দেখানো হয়। জানতে চাচ্ছি, এভাবে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান জানানো শরিয়তের দৃষ্টিতে বৈধ কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জাতীয় হোক বা না হোক, যে কোনো পতাকাকে সম্মান জানানো শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। চাই তা দাঁড়িয়েই হোক না কেন। এটি অমুসলিম সম্প্রদায় থেকে মুসলিম সম্প্রদায়ে প্রবেশ করেছে। সৌদি আরবের স্থায়ী কমিটির ফাতওয়া হল-
لا يجوز للمسلم القيام إعظاماً لأي علم وطني، أو سلام وطني، بل هو من البدع المنكرة التي لم تكن في عهد رسول الله صلى الله عليه وسلم ولا في عهد خلفائه الراشدين رضي الله عنهم،
‘কোন দেশের জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে দাঁড়ানো বা জাতীয় সালাম প্রদান জায়েয নাই বরং এটি জঘন্য বিদআত যা রাসূল (সা.) ও খুলাফায়ে রাশেদীনের যুগে ছিল না।’
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ
‘যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করল যা মূলত তার অন্তর্ভুক্ত নয়, তা অগ্রাহ্য।’ [সহিহ বুখারি, হাদিস: ২৫০১]
সুতরাং দাঁড়িয়ে বা যেভাবে হোক, জাতীয় পতাকাসহ যেকোনো পতাকার সম্মান করা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। তাছাড়া জাতীয় পতাকাকে সম্মান জানানোর মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পায় না। বরং দেশ প্রেম প্রকাশ পায় দেশ ও জাতির কল্যাণে কাজ করাতে। তাই আমাদেরকে দেশের ও জাতির কল্যাণ হয় এমন কাজ বেশি বেশি করতে হবে।
ফাতওয়া লাজনায়ে দায়িমা ১/২৩৫, ফাতওয়া: ২১২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10433/article-details.html