প্রশ্ন
অনেক সময় ফজরের নামাজে মসজিদে গিয়ে দেখতে পাই, ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছেন। এই অবস্থায় সুন্নত নামাজ পড়ব না জামাতে শরীক হয়ে যাব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় নিয়ম হল কেউ যদি মসজিদে গিয়ে জামাত দাঁড়িয়ে যেতে দেখে তাহলে অন্য কো নামাজ না পড়ে ইমাম সাহেবের সাথে জামাতে দাঁড়িয়ে যাবে। কোন সুন্নত বা নফল নামাজ পড়বে না।
কিন্তু ফজরের সুন্নতের গুরুত্ব অন্যান্য সুন্নতের চেয়ে অনেক বেশি। তাই ফুকাহায়ে কেরাম বলেন: ফজরের সুন্নতের ক্ষেত্রে যদি জামাতের সাথে এক রাকাআত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে জামাত থেকে দূরে সরে গিয়ে প্রথমে সুন্নত পড়ে নিবে। এরপর ইমামের সাথে জামাতে শরিক হবে। হাদিস শরিফে এসেছে-
عن أبي إسحاق، قال: حدثني عبد الله بن أبي موسى، عن أبيه، حين دعاهم سعيد بن العاص، دعا أبا موسى، وحذيفة، وعبد الله بن مسعود رضي الله عنهم، قبل أن يصلي الغداة، ثم خرجوا من عنده وقد أقيمت الصلاة، فجلس عبد الله إلى أسطوانة من المسجد، فصلى الركعتين، ثم دخل في الصلاة
‘আবু মূসা আশআরী (রা.) থেকে বর্ণিত, (কূফার গভর্নর) সায়ীদ ইবনে আস তাঁকে এবং হুযায়ফা ও আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-কে ফজরের নামাযের আগে ডাকলেন। তাঁরা (কাজ শেষে) তার কাছ থেকে বিদায় নিলেন। ইতিমধ্যে মসজিদে ফজরের নামাযের ইকামত শুরু হয়ে গেছে। ইবনে মাসউদ (রা.) মসজিদের একটি খুঁটির আড়ালে ফজরের দুই রাকাত (সুন্নত) পড়লেন। তারপর জামাতে শরীক হলেন।’ [শরহু মাআনিল আসার ১/৬১৯]
হেদায়া ১/৩১৫-৩১৬; তুহফাতুল ফুকাহা ১১৯৮; ফাতাওয়া সিরাজিয়া পৃ. ১১৭-১১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/7092/article-details.html