প্রশ্ন
আমি আরবি পড়তে পারি না। তাই বাংলা উচ্চারণ দেখে দেখে কুরআন পড়া শিখছি। আমি কি এভাবে শিখতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম। এর ভাষা আরবি। আর এটি জানা কথা যে, আরবিতে এমন কিছু হরফ রয়েছে যেগুলোর উচ্চারণের প্রতিবর্ণ বাংলায় নেই।
তাই বাংলা পড়তে গেলে সেই আরবি অক্ষরগুলো বিকৃত হয়ে যায়। এবং কখনো কখনো অর্থেরও মারাত্মক বিকৃতি ঘটে।
অতএব কুরআন মাজিদ বাংলা উচ্চারণ দেখে দেখে পড়া এবং শেখা জায়েয নেই। কুরআন মাজিদ পড়ার জন্য কষ্ট করে হলেও আরবি শিখে নিতে হবে। আফেসোসের বিষয় হলো আজ আমরা ইংরেজি বা অন্য ভাষা শেখার জন্য যতটুকু গুরুত্ব দেই আরবি শেখার জন্য ততটুকুও গুরুত্ব দেই না।
আল ইতকান, পৃ. ৮৩০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/4244/article-details.html