প্রশ্ন
আমরা জানি ৮ যিলহজ্ব থেকে ১৩ যিলহজ্ব পর্যন্ত তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব। জানতে চাই, হজ্বের সময় হাজীদের জন্যও কি তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, তাকবীরে তাশরীক সকলের জন্যই পড়া ওয়াজিব। চাই তিনি হজ্বরত অবস্থায় থাকুন কিংবা সাধারণ অবস্থায় থাকুন। এর মধ্যে কোনো পার্থক্য নেই।
হযরত আলী (রা.) থেকে বর্ণিত,
‘তিনি যিলহজ্বের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরয নামাযের পর তাকবীরে তাশরীক পাঠ করতেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৫৬৭৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/2068/article-details.html