প্রশ্ন
আমি ইমাম সাহেবের পিছনে মাগরিবের নামায আদায় করছিলাম। ইমাম সাহেব প্রথম রাকাতে রুকুতে যাওয়ার আগেই আমি রুকুতে চলে যাই। আমি রুকুতে যাওয়ার পর ইমাম সাহেব রুকুতে যায়। তখন আমি তার সাথে রুকুতে শরিক থাকি। আমার জানার বিষয় হলো, ইমাম সাহেবের আগে রুকুতে যাওয়ার কারণে কি আমার নামাযে কোনো সমস্যা হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, প্রশ্নোক্ত অবস্থায় ইমামের আগে রুকুতে গেলেও আপনি রুকুতে থাকা অবস্থাতেই যেহেতু ইমামও রুকুতে গিয়েছেন তাই আপনার নামায নষ্ট হয়নি। তবে ইমামের আগে রুকুতে যাওয়া মাকরূহ তাহরীমী হয়েছে। অবশ্য উক্ত নামায পুনরায় পড়তে হবে না।
প্রকাশ থাকে যে, জামাতে নামায পড়ার ক্ষেত্রে রুকু-সিজদা ইত্যাদি ইমামের আগে করা মাকরূহ তাহরীমী। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤتَمَّ بِهِ فَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا رَفَعَ فَارْفَعُوا.
(জামাতে নামায পড়ার ক্ষেত্রে) ইমাম হল অনুসরণের জন্য। যখন ইমাম রুকু করে তখন তোমরা রুকু করো এবং যখন ইমাম (রুকু থেকে) মাথা উঠায় তখন তোমরা মাথা ওঠাও। (সহিহ মুসলিম, হাদিস: ৪১২)
-আলবাহরুর রায়েক ২/৭৭; তাবয়ীনুল হাকায়েক ১/৪৫৭; ফাতহুল কাদীর ১/৪২০; মাজমাউল আনহুর ১/২১৩;মুখতারাতুন নাওয়াযিল ১/২৯৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27273&preview=true