প্রশ্ন
আমি জানি বায়ু নির্গত হলে ওযু ভেঙে যায়। কিন্তু একজনের কাছে শুনেছি আওয়াজ বা গন্ধ ছাড়া বায়ু বের হলে নাকি ওযু ভাঙে না। তার কথা কি ঠিক আছে? দয়া করে হাদিসের আলোকে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ঐ ব্যক্তির কথা সঠিক নয়। বরং শব্দ বা গন্ধ ছাড়া বায়ু বের হলেও ওযু ভেঙে যাবে। হাদিস শরিফে আছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী কারীম (সা.) বলেন-
لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ، قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ: مَا الحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ: فُسَاءٌ أَوْ ضُرَاطٌ.
“যার ‘হদস’ হয়েছে সে (পুনরায়) ওযু না করে নামায পড়লে তার নামায আদায় হয় না।” (আবু হুরায়রা (রা.)-এর নিকট হাদিসটি শুনে) ‘হাযরামউতে’র অধিবাসী এক ব্যক্তি তাকে বললেন, হে আবু হুরায়রা! ‘হদস, হওয়ার মানে কী?
তিনি বললেন, শব্দহীন অথবা শব্দবিশিষ্ট বায়ু নির্গত হওয়া। (সহিহ বুখারি, হাদিস: ১৩৫; সহিহ মুসলিম, হাদিস: ২২৫)
অন্য এক হাদিসে আছে, আলী ইবনে তল্ক (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلَاةِ، فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ وَلْيُعِدِ الصَّلَاةَ.
কারও যদি নামাযের মধ্যে শব্দহীন বায়ু নির্গত হয় তাহলে সে যেন নামায ছেড়ে দেয়। তারপর ওযু করে পুনরায় নামাযটি আদায় করে নেয়। (সুনানে আবু দাউদ, হাদিস: ২০৫; জামে তিরমিযী, হাদিস: ১১৬৪; সহিহ ইবনে হিব্বান, হাদিস: ২২৩৬)
সুতরাং শব্দ হোক বা না হোক, বায়ু বের হলেই ওযু ভেঙে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26478&preview=true