প্রশ্ন
তাওয়াফের পর মাকামে ইবরাহীমের পিছনে প্রচুর ভীড় থাকে। সেখানে দুই রাকাত নামাজ পড়া মাঝে মাঝে প্রায় অসম্ভব হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাকামে ইবরাহীমেরর পিছনে যদি দুই রাকাত নামাজ পড়া সম্ভব না হয়, তাহলে মসজিদে হারামের যে কোনো স্থানে এই দুই রাকাত নামায পড়া যাবে।
হাদিস শরিফে এসেছে,
ইবনে আবী আম্মার বলেন, ‘আমি আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা.)কে তাওয়াফ করতে দেখেছি। তিনি তাওয়াফ শেষে দু’রাকাত নামায পড়লেন। তখন তার ও কিবলার মাঝে তাওয়াফকারীরা তাওয়াফরত ছিল।’ [মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস : ১৫২৬৮]
উল্লেখ্য যে, কেউ যদি তাওয়াফ শেষে এ দু রাকাত নামাজ আদায় করতে ভুলে যায়, তাহলে মনে পড়ার পর ঘরে এসেও এ নামাজ আদায় করতে পারবে। এক্ষত্রে কোনো দম ওয়াজিব হবে না।
[মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস : ১৫২৬৭, আদ্দুররুল মুখতার ২/৪৯৯, ফাতাওয়া হিন্দিয়া ১/২২৬, গুনইয়াতুন নাসিক ১১৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: