প্রশ্ন
আমার একজন বন্ধু আমাকে বলল, এমন নাকি একটি দোয়া আছে, যা পাঠ করলে মা বাবার হক আদায় করা যায়। জানতে চাচ্ছি, উক্ত দোয়াটি কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর্তমানে কিছু চটি বইয়ে এমন একটি দোয়ার বিবরণ পাওয়া যায়। ইবনে শাহীন (রহ.) তার কিতাবে লিখেন, হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া একবার পাঠ করবে-
الْحَمْدُ لِلَّهِ رَبِّ السَّمَوَاتِ وَالْأَرْضِ رَبِّ الْعَالَمِينَ، وَلَهُ الْكِبْرِيَاءُ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ، لِلَّهِ الْحَمْدُ رَبِّ السَّمَوَاتِ وَالْأَرْضِ رَبِّ الْعَالَمِينَ، وَلَهُ الْعَظَمَةُ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ، لِلَّهِ الْمُلْكُ رَبِّ السَّمَوَاتِ وَرَبِّ الْأَرْضِ وَرَبِّ الْعَالَمِينَ، وَلَهُ النُّورُ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
এবং বলবে, হে আল্লাহ, আপনি এর সওয়াব আমার পিতা মাতাকে দান করুন, তাহলে সে তার পিতা মাতার হক আদায় করে দিল। [আততারগীব ৯৪ পৃ. বর্ণনা: ৩০২]
উক্ত বর্ণনাটিকে হাদিস হিসেবে আখ্যায়িত করা হলেও মূলত তা হাদিস নয়। কোনো বিশুদ্ধ সূত্রে তা বর্ণিত নয়। উক্ত বর্ণনায় একজন রাবী আছে, যার নাম বিশর ইবনে হুসাইন। যাকে মুহাদ্দিসিনগণ মিথ্যাবাদী ও হাদিস জালকারী হিসেবে আখ্যায়িত করেছেন।
আল্লামা যাহাবী (রহ.) তার কিতাবে লিখেন,
قال ابن حبان: يروي بشر بن الحسين عن الزبير نسخة موضوعة شبيها بمائة وخمسين حديثا
‘বিশর ইবনে হুসাইন যুবাইর ইবনে আদী থেকে একটি জাল পুস্তিকা বর্ণনা করে, যাতে একশ পঞ্চাশটির মত জাল হাদিস ছিল।’ [মিযানুল ইতিদাল ১/৩১৬]
কাজেই উক্ত বর্ণনাটি রাসূল (সা.)-এর হাদিস হতে পারে না। তাছাড়া এটি অন্য আরেকটি সহিহ হাদিসের বিপরীত। হাদিসটি হল, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
‘কোনো সন্তান তার পিতার ঋণ (হক্ব) পরিশোধ করতে পারে না। তবে হ্যাঁ, সে যদি তার পিতাকে ক্রীতদাস হিসেবে দেখতে পায় এবং তখনি তাকে ক্রয় করে নিয়ে আযাদ করে দেয় (তাহলে ভিন্ন কথা)।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৫১০]
কাজেই মা বাবার হক আদায় হয়, এমন কোনো দোয়া নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/19014/article-details.html