প্রশ্ন
একটি বইয়ে পড়লাম, হাদিসের মধ্যে গাছ লাগাতে উৎসাহিত করা হয়েছে। এমন কোন হাদিস কি আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, হাদিসে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করা হয়েছে। হাদিস শরিফে এসেছে-
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ قَامَتْ عَلَى أَحَدِكُمْ الْقِيَامَةُ وَفِي يَدِهِ فَسْلَةٌ فَلْيَغْرِسْهَا
আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন: ‘যদি তোমাদের কারও উপর এমন অবস্থায় কেয়ামাত এসে পড়ে যে, তার হাতে একটি খেজুরের চারা রয়েছে তবে সে যেন তা রোপন করে নেয়।’ [মুসনাদে আহমাদ ৩/১৮৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6440/article-details.html