প্রশ্ন
প্রচলিত কোটা আন্দোলনে অংশ নিয়ে যে সমস্ত ভাই বা বোনেরা মৃত্যু বরণ করেছেন, তারা কি শহীদের মর্যাদা লাভ করবে? যদি শহীদের মর্যাদা লাভ করে তাহলে কিসের ভিত্তিতে লাভ করবে আর না করলে কিসের ভিত্তিতে লাভ করবে না? বিস্তারিত জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে অথবা জালিমের হাতে অন্যায়ভাবে মুত্যুবলনকারী শাহাদাতের মর্যাদা পাবে।
عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ” مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ قُتِلَ دُونَ دِينِهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ قُتِلَ دُونَ دَمِهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ قُتِلَ دُونَ أَهْلِهِ فَهُوَ شَهِيدٌ ” . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
সাঈদ ইবনে যায়দ (রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ; যে ব্যক্তি তার দ্বীন রক্ষার্থে নিহত হয় সে শহীদ; যে ব্যক্তি তার জান রক্ষার্থে নিহত হয় সে শহীদ; যে ব্যক্তি তার স্বজন রক্ষার্থে নিহত হয় সে শহীদ।
ইমাম আবু ঈসা (রা.) বলেন, এই হাদিসটি হাসান-সহিহ। ইবরাহীম ইবনে সা‘দ (রা.) থেকে একাধিক রাবী অনুরূপ বর্ণনা করেছেন। রাবী ইয়াকুব হলেন, ইবরাহীম ইবনে সা‘দ ইবনে আব্দুর রহমানের ইবনে আওফ যুহরী (রা.)।
(আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী (রহ.), হাদিস: ১৪২১)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28924&preview=true