প্রশ্ন
পানির সমস্যার কারণে আমাদের বাসায় বিভিন্ন পাত্রে পানি ভরে রাখা হয়। কখনো কখনো পাত্রে এক বা একাধিক তেলাপোকা মরা পাওয়া যায়। আমার মা সবসময় এ পানি ফেলে সাবান দিয়ে পাত্রটি ধুয়ে নেন। প্রশ্ন হল, তেলাপোকা মরার কারণে পাত্রের পানির হুকুম কী? তা কি অযু-গোসল কিংবা কাপড় ধোয়া ইত্যাদি কাজে ব্যবহার করার সুযোগ আছে? সঠিক মাসআলাটি জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
তেলাপোকার যেহেতু প্রবাহিত রক্ত নেই তাই কোনো পাত্রে তেলাপোকা পড়ে মরে গেলেও পাত্রস্থ পানি নাপাক হবে না; বরং তা পবিত্রই থাকে। সুতরাং আপনারা চাইলে এ পানি অযু-গোসল ও অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬৫৭; সুনানে দারাকুতনী ১/৩৭; কিতাবুল আছল ১/২৩; আলবাহরুর রায়েক ১/৮৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৩৩৪; শরহুল মুনয়া পৃ. ১৬৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28435&preview=true