প্রশ্ন
আমার কয়েক বিঘা জমি আছে। এতে যে ধান হয় তার বেশিরভাগ অংশ সেদ্ধ করে শুকিয়ে বিক্রি করি। তাতে ভাল লাভ হয়। কিছু দিন আগে এক লোক আমাকে ২০,০০০/- টাকা দিয়ে বলেন টাকাগুলো দিয়ে আপনি নিজের মনমত ব্যবসা করেন। ব্যবসায় যে লাভ হবে তার অর্ধেক আমাকে দেবেন। আমি এই টাকাগুলো দিয়ে ধান কিনে আমার ধানের সাথে সেদ্ধ করে ব্যবসা করতে চাচ্ছি। এক লোক আমাদের চুক্তিটি জানার পর বলল, তার ধানগুলো নিজের ধানের সাথে মিশিয়ে ব্যবসা করতে পারবেন না। এদিকে অন্য কোনো ব্যবসায় আমি অভ্যস্ত নই। তাই মুফতি সাহেবের কাছে উক্ত বিষয়টির শরঈ সমাধান জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে সে যেহেতু আপনাকে টাকাগুলো দিয়ে নিজের মনমত ব্যবসা করতে বলেছে, তাই তার টাকা দিয়ে ধান কিনে নিজের ধানের সাথে একত্রে সেদ্ধ করে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে যে পরিমাণ ধান আপনার একক মালিকানাধীন হবে তার লাভ আপনার হবে। আর বিনিয়োগকারীর টাকা দিয়ে যে পরিমাণ ধান কিনেছেন পূর্ব চুক্তি অনুযায়ী তার লভ্যাংশ উভয়ের অংশ অনুপাতে বণ্টিত হবে।
উল্লেখ্য, প্রশ্নোক্ত ব্যক্তির কথাটি ঐ ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেখানে শুধু ব্যবসা করতে বলা হয়েছে। ব্যবসার ক্ষেত্রে একচ্ছত্র অধিকার ব্যবসায়ীকে দেওয়া হয়নি।
-কিতাবুল আছল ৪/১৪৭; বাদায়েউস সানায়ে ৫/১২৮; আলবাহরুর রায়েক ৭/২৬৪; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৪১৩; আদ্দুররুল মুখতার ৫/৬৪৯; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, মাদ্দা ১৪১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27949&preview=true