প্রশ্ন
আমি নিউইয়র্ক থাকি। প্রতি রমযানে সাধারণত মসজিদে তারাবীহ পড়ানো হয়। এ রমযানে যে মসজিদে তারাবীহ পড়াচ্ছি, সেখানকার অধিকাংশ মুসল্লীই বিভিন্ন আরব দেশের নাগরিক। তারা ফিকহে হানাফীর অনুসারী নয়। তাদের আবদার হচ্ছে, বিতর নামাযে দুআয়ে কুনূতটা যেন উচ্চ স্বরে পড়া হয়। প্রশ্ন হচ্ছে, হানাফী মাযহাবের কারো মতে কী দুআয়ে কুনূত উচ্চ স্বরে পড়ার সুযোগ আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নিম্ন স্বরে দুআয়ে কুনূত পড়াই উত্তম। অবশ্য উচ্চ স্বরে পড়লেও নামায আদায় হয়ে যাবে। হানাফী মাযহাবের কোনো কোনো ফকীহও উচ্চ স্বরে দুআয়ে কুনুত পড়ার কথা বলেছেন। অতএব আপনার মুসল্লীদের অধিকাংশ যেহেতু অন্য মাযহাবের অনুসারী এবং তাদের মাযহাবে দুআ কুনূত উচ্চ স্বরে পড়ার কথা আছে, আর হানাফী মাযহাবেরও কোনো কোনো ফকীহ থেকে এমন বক্তব্য আছে, তাই আপনি চাইলে সেখানে উচ্চ স্বরেও দুআ কুনূত পড়তে পারেন।
উল্লেখ্য, যে এলাকার সকল বা অধিকাংশ মুসল্লী হানাফী মাযহাবের অনুসারী সেখানে দুআ কুনূত উচ্চ স্বরে পড়বে না; বরং নিম্ন স্বরেই পড়বে।
-আলবাহরুর রায়েক ২/৪৩; আলমুহীতুল বুরহানী ২/২৬৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১১১; শরহুল মুনয়া, পৃ. ৪২২; হালবাতুল মুজাল্লী ২/৩৮৯; আদ্দুররুল মুখতার ২/৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27652&preview=true