প্রশ্ন
আমি শুনেছি, নারীরা অন্য নারীদের ইমামতি করতে পারে না। জানতে চাচ্ছি, তারাবীর নামাযেরও কি একই হুকুম? নাকি তারাবীর নামাযে ছাড় রয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কোনো নারীর জন্য অন্য নারীর ইমামতি করা মাকরূহে তাহরিমি। তারাবীর নামাযেরও একই হুকুম। হাদিস শরিফে এসেছে, আলী (রা.) বলেন-
لاَ تَؤُمّ الْمَرْأَةُ
‘কোনো মহিলা যেন ইমামতি না করে।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৪৯৯৪]
আরেক হাদিসে এসেছে, ইবনে আউন (রহ.) বলেন-
كَتَبْتُ إلَى نَافِعٍ أَسْأَلُهُ، أَتَؤُمّ الْمَرْأَةُ النِّسَاءَ؟ فَقَالَ: لاَ أَعْلَمُ الْمَرْأَةَ تَؤُمّ النِّسَاءَ
‘আমি নাফে (রহ.)-কে পত্র লিখে জিজ্ঞেস করলাম- কোনো মহিলা কি অন্য মহিলাদের ইমামতি করতে পারবে? (উত্তরে) নাফে (রহ.) বললেন, ‘আমার জানামতে কোনো মহিলা অন্য মহিলাদের ইমামতি করতে পারবে না।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৪৯৯৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/26947/article-details.html