প্রশ্ন
ঈমান শব্দ দ্বারা কসম সংঘটিত হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কসম সংঘটিত হওয়ার আল্লাহ নাম উচ্চারণ করতে হয়। কিংবা এমন শব্দ বলতে হয় যা কসমের অর্থে ব্যবহৃত হয়ে থাকে।
কাজেই ঈমান শব্দের দ্বারা কসম সংঘটিত হবে না।
রদ্দুল মুহতার ৫/৫২৮; আলবাহরুর রায়েক ৪/৫০১; আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআ ২/৮৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/26879/article-details.html