প্রশ্ন
আমার বন্ধুর বাবার মৃত্যুশয্যায় আমি সূরা ইয়াসিন পড়ি। কিন্তু এটা দেখে আমার আরেক বন্ধু বলল, মৃত্যুশয্যায় সূরা ইয়াসিন পড়া ঠিক নয়। সাহাবা-তাবেয়িদের মধ্যে কেউ এমন করেনি। তাই আমি জানতে চাচ্ছি, সাহাবা-তাবেয়িদের মধ্যে কি এমন ঘটনা পাওয়া যায় যে, মৃত্যুশয্যায় কেউ সূরা ইয়াসিন পড়েছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করা ভাল কাজ। সাহাবা-তাবেয়িদের মাঝে এর প্রমাণ রয়েছে। হাদিস শরিফে এসেছে, সফওয়ান (রহ.) বলেন, ‘কয়েকজন প্রবীন তাবেয়ি আমাকে বলেছেন যে, তারা সাহাবি গুযাইফ ইবনুল হারেস (রা.)-এর প্রচন্ড মৃত্যু যন্ত্রণার সময় তাকে দেখতে যান। তখন সাহাবী গুযাইফ (রা.) বললেন, তোমাদের মাঝে সূরা ইয়াসীন পড়তে পারে এমন কেউ আছে? তখন সালেহ ইবনে শুরাইহ আস সাকুনী ইয়াসীন পড়া শুরু করলেন। সফওয়ান (রহ.) বলেন, প্রবীণ তাবেয়িগণ বলতেন, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির নিকট সূরা ইয়াসীন পড়া হলে মৃত্যু যন্ত্রণা লাঘব হয়। [মুসনাদে আহমদ, হাদিস: ১৬৯৬৯]
আলইসাবা ৩/১৫৬০; আদ্দুররুল মুখতার ২/১৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16355/article-details.html